সংক্ষিপ্ত
শুক্রবার রাতের বৈঠেক উৎসাহী বিজেপি নেতারা। অমিত শাহকে বিদায় জানাতে এসে বললেন শুভেন্দু। তাঁকে দিল্লি ডাকা হয়েছে। মঙ্গলবার ৩০ মিনিটের বৈঠক অমিত শাহের সঙ্গে।
অমিত শাহ রাজ্য ছাড়ার সঙ্গে সঙ্গে আবারও সময় নিয়ে বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে শুরু করে তাদের দলীয় বৈঠক একাধিক ইস্যুতেই কী কী কথা হয়েছে তা নিয়ে কিছুটা আলোকপাত করেন বিজেপি নেতা। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখী হয়ে শুবেন্দু জানিয়ে দেন, আগামী সোমবার সাংসদের সঙ্গে দিল্লির মিটিং-এর তার ডাক রয়েছে। আর মঙ্গলবার তাঁকে ও বিজেপি রাজ্যসভাপতিকে ৩০ মিনিট অমিত শাহ সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয়ে অলোচনা করার জন্য।
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বিমানবন্দরে অমিত শাহকে বিদায় জানাতে এসেছিলেন সেখানেই তিনি বলেন 'টাইম হো গ্যায়।' তবে এই মন্তব্য কে করেছেন তা নিয়ে মুখ খোলেননি বিজেপি নেতা। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কে বলেছেন তা তিনি বলবেন না। তবে পশ্চিমবঙ্গে বড় বড় ডাকাত চোর ও অত্যাচারীদের বিরুদ্ধে আইনমেনে ব্যবস্থা করা হবে। তিনি আরও বলে শুক্রবার রাতে অমিত শাহের সঙ্গে যে বৈঠক হয়েছে তা নিয়ে তিনি ও বিজেপির বাকি নেতারা সকলেই খুবই উৎসাহী। তাঁরা নতুন উদ্যমে কাজ শুরু করবেন।
অন্যদিকে এদিন নবান্নে পূর্বাঞ্চলের রাজ্যগুলির নিরাপত্তা বিষয়ে বৈঠক ছিল। অমিত শাহকে নবান্নে পৌঁছাতে গিয়ে শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে সেই মিটিং-এ কী নিয়ে আলোচনা হয়েছিল তা জানতে চান। সেখানে তিনি অমিত শাহের সঙ্গে কথা বলার জন্য মাত্র দুই মিনিট সময় চান। শুভেন্দু বলেন, অমিত শাহ তাঁকে জানিয়েছেন নিচের তলায় যে বৈঠক হয়েছিল তার এজেন্ডা আগে থেকেই স্থির করা ছিল। কিন্তু ওপের তলায় অর্থাৎ মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘরে যে বৈঠক হয়েছে সেখানেই সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এই রাজ্যে বিএসএফ-এর ৭২টি চৌকির জন্য জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। শুভেন্দু নিজেই বলেন এই রাজ্যে সীমান্ত গিয়ে গরু পাচার হচ্ছে। আর বিজেপির উদ্যোগে গরু পাচারকারীরা জেরে রয়েছে। কিন্তু বাংলাদেশ সীমান্ত এখন বন্ধ থাকলেও অন্যান্য জায়গা দিয়ে গরু পাচার হচ্ছে। এই রাজ্যা সীমান্তে নিরাপত্তায় আরও জোর দেওয়া প্রয়োজন রয়েছে। শুভেন্দ জানান অমিত শাহ মুখ্যমন্ত্রীকে বিএসএফ-র সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ করেছেন।
শুভেন্দু এদিন প্রকাশ্যেই জানিয়ে দেন শুক্রবার যে বৈঠক হয়েছে তা নিয়ে তিনি ও বিজেপির বাকি নেতারা যথেষ্ট উৎসাহীত। এদিন শুভেন্দু বলেন তাঁকে সোমবার দিল্লিতে ডাকা হয়েছে। তবে মঙ্গলবার সাংসদে অমিত শাহের অফিসে স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুকে কথা বলার জন্য ৩০ মিনিট সময় দিয়েছেন। সেখানে শুভেন্দুর সঙ্গে রাজ্য সভাপতিও থাকবেন বলে জানিয়েছেন। সেখানেই রাজ্যের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কথা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ
দেশের চার রাজ্যে শৈত্য প্রবাহের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল
'অমিত শাহ নেতা তাই এমন বলেছেন', লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে এই দাবি শোভনদেব চট্টোপাধ্যায়ের
KIFF 2022: 'বুম্বা দা কেন পিছনের সারিতে?' মমতাকে আক্রমণে এবার অমিত মালব্যর তীর 'প্রসেনজিৎ'