নদিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। এবার এমন এক প্রতারককে নদিয়া থেকে ধরে নিয়ে গেল বেঙ্গালুরু পুলিশ। সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চলত কারবার। দেশ বিদেশে কোটি কোট টাকার লেনদেন হত। একটি প্রতারণা মামলার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছিলেন ভিনরাজ্যের তদন্তকারীরা। উৎস খুঁজে পান এই বাংলাতেই। বাংলায় বসে কেউ ওই অনলাইন প্রতারণা চালাচ্ছে বলে জানতে পারেন। এর পর দেরি না করে নদিয়ার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বেঙ্গালুরুর পুলিশ। নদিয়ায় হানা দিয়ে দুই যুবককে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবকের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিঙ্কু মণ্ডল। তিনি থানারপাড়ার পরানপুরের বাসিন্দা। তার স্ত্রী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। অন্যজন ধৃত কামালউদ্দিন হাসান। সে তেহট্টার বাসিন্দা। নাজিরপুরের জামাকাপড়ের দোকান তার। এই দুজনকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। তাদের কাছ থেকে পাসবুক, এটিএমকার্ড ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, কর্নাটক পুলিশ একটি সাইবার প্রতারণার মামলার তদন্তে এসে দুজনকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে ধৃতদের নিয়ে গিয়েছে তারা।
এই প্রসঙ্গে তৃণমূল নেতার নাম জড়ানোয় দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানু রহমন বলেন, কেউ ব্যক্তিগত ভাবে এই ধরনের কাজ করে থাকলে তার দায় দলের নয়। অভিযুক্তের দোষ প্রমাণ হলে আইন অনুযায়ী শাস্তি হবে।
সূত্রের খবর, গত ৮ ডিসেম্বর বেঙ্গালুরু পুলিশের সাইহার শাখার ৪ কোটি ৭০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ তদন্তে নামে। পরে গোটা চক্রটি পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে চালানো হচ্ছে। খবর মেলে, নাজিরপুর হাজারে কাপড়ের দোকানের নাম করে ভাড়া নেওয়া ঘরে এই কাজ চলত। সেখান থেকে হোটাসঅ্যাপে শেয়ার বাজারের গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে মোটা টাকার প্রলোভন দেখিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভাড়া নিত তারা। সেই সব অ্যাকাউন্টের মাধ্যমে কোটি টারা লেনদেন করতে চলত প্রতারণা।
