সংক্ষিপ্ত
তাহলে কি ইডির নোটিস পেয়ে গা ঢাকা দিলেন এই যুবনেত্রী! বুধবার নোটিসের বিষয়টি জানাজানি হওয়ার পর সায়নীকে প্রকাশ্যে দেখা যায়নি।
বুধবার সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন যুব তৃণমূল নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। তারপর থেকেই আর কোনও খবর নেই তাঁর। কার্যত বেপাত্তা তিনি। প্রশ্ন উঠছে, ইডির নোটিস পাওয়ার পর তিনি কেন একেবারে বেপাত্তা হয়ে গেলেন! বুধবার সায়নীর বাবা জানিয়েছিলেন, তিনি সকাল সাড়ে ৮টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। কোথায় গিয়েছেন, তা তাঁর জানা নেই।
কোথায় যেতে পারেন তিনি। তাহলে কি ইডির নোটিস পেয়ে গা ঢাকা দিলেন এই যুবনেত্রী! বুধবার নোটিসের বিষয়টি জানাজানি হওয়ার পর সায়নীকে প্রকাশ্যে দেখা যায়নি। পূর্ব বর্ধমানের পঞ্চায়েত ভোটের প্রচারেও যাননি তিনি। পূর্ব বর্ধমান জেলার এক তৃণমূল নেতার কথায়, ‘‘প্রচারে সায়নী আসবেন বলে দলের তরফ থেকে সবরকম ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। তাই জেলার শীর্ষ নেতারাই তাঁর জায়গায় প্রচার করেছেন। যুব সভানেত্রী কেন আসেননি, তা আমাদের জানানো হয়নি।’’
উল্লেখ্য, ৩০ জুন অর্থাৎ শুক্রবার সায়নী ঘোষকে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে চোরাগোপ্তাভাবে সায়নী ঘোষের নাম সামনে এসেছিল। কিন্তু, প্রকাশ্যে সায়নী এমন কোনও দুর্নীতিতে তাঁর জড়িত থকার কথা অস্বীকার করেছিলেন। আর পরিষ্কারভাবে অভিযোগকারীদের অভিযোগ প্রমাণ করতে চ্যালেঞ্জও জানিয়েছিলেন সায়নী।
সেক্ষেত্রে সায়নী যদি ইডির কাছে সময় চান, তা হলে সেটি তাঁকে নিজেকে অথবা তাঁর আইনজীবীর মারফত ইডিকে জানাতে হবে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তেমনকিছু জানা যায়নি। ফলে ইডির আধিকারিকেরা অনুমান করছেন, সায়নী শুক্রবার হাজিরা দেবেন। সেই অনুযায়ী তাঁকে জেরা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে ইডির আধিকারিকদের একাংশ বলছে, হতে পারে শুক্রবার সকালে সায়নী বা তাঁর আইনজীবী ইডিকে চিঠি লিখে সময় চাইলেন। কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তারা।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের এক যুবনেতা কুন্তল ঘোষ। এই কুন্তল ঘোষকে জেরা করেই বিভিন্ন প্রভাবশালীর নামের হদিশ পেয়েছে ইডি। এই জেরাতেই পাওয়া অন্যান্য প্রভাবশালী নামের মধ্যে সায়নী ঘোষের নাম ছিল বলেও বারবার ইডি জানিয়েছিল।
এখন পর্যন্ত যা খবর তাতে শুক্রবার সকাল ১১টায় সল্টলেকে ইডির দফতরে সায়নী ঘোষকে জেরা করা হবে। প্রাথমিক টেট দুর্নীতি নিয়ে এই সওয়াল-জবাব হবে বলে ইডি সূত্রে খবর। শুধু যে কুন্তল ঘোষের মুখেই সায়নীর নাম পাওয়া গিয়েছে এমনটা নয়, প্রাথমিক টেট দুর্নীতি মামলায় আরও যারা গ্রেফতার হয়েছেন এবং যে সব বিভিন্ন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে তাতেও নাম উঠেছে সায়নী ঘোষের। ইডি-র দাবি, এখন পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে সায়নী ঘোষের সঙ্গে এই দুর্নীতি মামলায় এক ভালোরকম আর্থিক লেনদেনের সন্ধান পাওয়া যাচ্ছে। এমনকী, সায়নীর সঙ্গে অভিযুক্তর বেশকিছু বৈঠকের তথ্যও সামনে আসছে।