সংক্ষিপ্ত
SSKM হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানোর হয়েছিল তৃণমূল বিধায়ককে। কিন্তু, সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকাকালীনই অবনতি হতে শুরু করে তাঁর স্বাস্থ্যের।
জ্বর এবং সর্দি-কাশির সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র। সোমবার খারাপ শরীর নিয়েই বিধানসভার অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু, সেখান থেকে ফিরে আসার পরেই অবস্থা আরও খারাপ হতে শুরু করল। চিকিৎসকদের স্মরণাপন্ন হলে তড়িঘড়ি নেতাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানোর পরামর্শ দিলেন তাঁরা। কিন্তু, সেই ঘটনার পর প্রায় ৩ দিন অতিক্রান্ত হয়ে গেলেও অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে মদন মিত্রের (Madan Mitra)।
-
SSKM হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানোর হয়েছিল তৃণমূল বিধায়ককে। কিন্তু, সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকাকালীনই অবনতি হতে শুরু করে তাঁর স্বাস্থ্যের। হাসপাতাল সূত্রে জানা গেছে যে, বৃহস্পতিবার তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা ব্যাপকভাবে কমে যায়, যার দরুন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। রক্তে অক্সিজেন ক্রমাগত কমতে থাকায় তড়িঘড়ি সিসিইউ-তে (Critical Care Unit) স্থানান্তরিত করতে হয়েছে তাকে।