
'শুভেন্দু তৃণমূলে ফিরলে দন্ডি নয় কান ধরে উঠবস করানো হবে' টুইটারে বিস্ফোরক বার্তা অপরূপার
‘পঞ্চায়েত নির্বাচনের পর শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরবে। তদন্ত থেকে বাঁচার জন্যই বিজেপিতে গিয়েছিল শুভেন্দু। পঞ্চায়েতে বিজেপির ভরাডুবির পর মোহভঙ্গ হবে শুভেন্দুর। তৃণমূল তাকে ফিরিয়ে নেবে কিনা সেটা ক্যাপ্টেন ঠিক করবে।’
'পঞ্চায়েত নির্বাচনের পর শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরবে। তদন্ত থেকে বাঁচার জন্যই বিজেপিতে গিয়েছিল শুভেন্দু। পঞ্চায়েতে বিজেপির ভরাডুবির পর মোহভঙ্গ হবে শুভেন্দুর। তৃণমূল তাকে ফিরিয়ে নেবে কিনা সেটা ক্যাপ্টেন ঠিক করবে। আমার অনুরোধ, দন্ডিকেটে নয় কান ধরে উঠবস করিয়ে শুভেন্দুকে দলে নেওয়া হোক।' টুইটারে বিস্ফোরক বার্তা তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার-এর। বেলাগাম আক্রমণ শুভেন্দু অধিকারীকে। বালুরঘাটের দণ্ডি কান্ড-কেউ তিনি প্রায়শ্চিত্তের সঙ্গে তুলনা করেছেন।