Tmc News: বাংলাদেশে অশান্তির আবহে এবার জামাতের সঙ্গে আরএসএস-এর তুলনা করে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Tmc News: বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এ পিঠ ও পিঠ! শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক আর হিন্দুরা খুন হলেই এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক। ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে,নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর স্মরণ সভায় উপস্থিত হয়ে বিস্ফোরক সাংসদ পার্থ ভৌমিক। 

কী বলেছেন তিনি?

২০২৪ সালে ২৬ শে ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হন তৃণমূল কর্মী মহাদেব বিষয়ী। দোকানের মধ্যে রক্তাক্ত দেহ পাওয়া গেছিল। এক বছর গড়িয়েছে। পরিবারের তরফে অভিযোগ বারে বারে করে আসা হয়েছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আজকে তার স্মরণসভা অনুষ্ঠিত হল, সেই সভায় উপস্থিত ছিলেন শাসক দলের সাংসদ পার্থ ভৌমিক। ‘’বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক বললেন শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক আর হিন্দুরা খুন হলেই এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক।'' 

‘’ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ ওপিঠ। ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখবে। তিনি আরো বলেন--বিজেপি যদি কোনদিন বাংলা দখল করে, মাছ-মাংস ডিম খাওয়া বন্ধ করবে। আপনারা কি খাবেন কি পরবেন সব ঠিক করে দেবে বিজেপি। আপনি যদি বিনা অনুমতিতে বাড়িতে মাছ,মাংস, ডিম খান তাহলে আপনার বাড়িতে তালা পড়ে যাবে। আপনারা কি সেই বাংলা চান আপনাদের কাছে উত্তর চাইছি।১৯৭১এ অটল বিহারী বাজপেয়ীর ছায়া অভিষেক ব্যানার্জির মধ্যে আমরা দেখতে পাচ্ছি।''

অন্যদিকে, শনিবার মালদায় এসে পুলিশের কড়া সমালোচনা করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্গাপুরে বাংলাদেশী অনুপ্রবেশকারী, নিয়ে সুকান্ত মজুমদার বলেন আলিপুরদুয়ার বিহার ও দক্ষিণ ২৪ পরগণায় অনুপ্রবেশকারী ও উদ্বাস্তু এসেছে। হিন্দু যারা উদ্বাস্তু আছে, তারা নাগরিকত্ব পাবে সি এর মাধ্যমে এটা আইনসভার সিদ্ধান্ত। 

মালদার চাচলে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে সুকান্ত মজুমদার বলেন পুলিশ যদি অনুমতি না দেয় সভা করতে তাহলে কোর্টের পারমিশনে সভা হবে। পশ্চিমবঙ্গে পুলিশ আছে কোথায় সবই পিসি ভাইপো দের বাড়ী পাহারা দিতে ব্যস্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।