সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার চালিয়ে খুনের ঘটনার প্রতিবাদে সরব সারা দেশ। এই ঘটনায় চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার শাসক দল।

স্বাধীনতা দিবসে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া মুখ খুলে তীব্র কটাক্ষ, ব্যঙ্গের মুখে তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনে রচনার কাছে হেরে যাওয়া প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও তীব্র কটাক্ষ করেছেন। লকেট সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘শ্রীমতি রচনা বন্দ্যোপাধ্যায় শেষপর্যন্ত এগিয়ে এলেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকপ্রকাশ করলেন। ঘটনার সাত দিন পর তিনি মুখ খোলার সাহস পেলেন। তিনি কাকে ভয় পাচ্ছিলেন? মুখ্যমন্ত্রী কি তাঁকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং দল থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন? না কি এটাই সত্যি যে রাজ্য সরকার তিলোত্তমার শোকস্তব্ধ পরিবারের জন্য কিছুই করছে না। কলকাতার নাগরিকরা পথে নেমে বিচারের দাবি জানিয়েছেন। তৃণমূল নেতারা নিজেদের প্রাসাদে নিরাপদে বসে দলের নেতাদের কাছ থেকে নির্দেশের অপেক্ষায়। একজন মহিলা হিসেবে আমি লজ্জিত, ব্যথিত। রাজ্যে মা-বোনেদের ভবিষ্যৎ নিয়ে আমি আশঙ্কিত।’

কী বার্তা রচনার?

ভিডিও বার্তায় রচনা বলেন, 'দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি? সত্যিই কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? আমাদের কলকাতা শহরের আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না। আমরা প্রতিবাদের সুর তুলেছি। আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি। আমি আপনাদের সঙ্গে আছি।'

 

 

রচনাকে ব্যঙ্গ নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় অনেকেই ব্যঙ্গ করে বলছেন, 'কাজল পরে শোকপ্রকাশ করছেন রচনা,' 'অভিনয় করছেন।' আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে শোকপ্রকাশ করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন রচনা। তাঁর উপর চাপ বাড়ানোর লক্ষ্যে লকেট। তিনি শাসক দলের সাংসদকে কোণঠাসা করতে মরিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আপনাদের সঙ্গে আছি', আরজি করে গিয়ে আন্দোলনাকারী ছাত্রীদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল

'নগ্ন করে ছাড়ব..'! আর জি করের পর এবার ভাইরাল আরেক সরকারি হাসপাতালের ভয়ঙ্কর ছবি

YouTube video player