সুজনের 'কুকীর্তি' ফাঁস, সিপিএম কি তিলক কেটে বৈষ্ণব হয়ে গেছে! বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়

সুজন চক্রবর্তীর 'কুকীর্তি' ফাঁস করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কংগ্রেস করার জন্য সিপিএম কতটা নৃশংস ও অমানবিক হয়ে উঠেছিল, শিউরে উঠলেন শোভনদেব। তিনি বলেন, ‘বামনেতা সুজন চক্রবর্তী এক সময় ছাত্র পরিষদ করার জন্য কতটা নৃশংস হয়েছিলেন।’

Share this Video

সুজন চক্রবর্তীর 'কুকীর্তি' ফাঁস করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কংগ্রেস করার জন্য সিপিএম কতটা নৃশংস ও অমানবিক হয়ে উঠেছিল, শিউরে উঠলেন শোভনদেব। তিনি বলেন, 'বামনেতা সুজন চক্রবর্তী এক সময় ছাত্র পরিষদ করার জন্য কতটা নৃশংস হয়েছিলেন। এক ছাত্র পরিষদ সদস্যকে বন্দে মাতরম বলার জন্য সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা লাগিয়ে দিয়েছিলেন। আর এদের এখনকার লাফানো দেখে মনে হয়, সবাই তিলক কেটে বৈষ্ণব হয়ে গেছে। জীবনে কখনও পিঁপড়েও মারেনি। সাঁইবাড়ি-কাণ্ড কি মানুষ ভুলে গিয়েছে? ছেলের রক্তমাখা ভাত মাকে খাইয়েছিল, কংগ্রেসকে ভোট দিয়েছিল বলে কান্দুয়ায় হাতের কব্জি থেকে কেটে নিয়েছিল, গাছে বেঁধে মুখের ভিতর কইমাছ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মানুষ কি সেসব ভুলে যাবেন!'

Related Video