সংক্ষিপ্ত

তৃণমূলকে ঘিরে যেন বিতর্ক ছাড়ছেই না।

সেইসঙ্গে, আবার বলেছিলেন বেশ কিছু কথাও। এমনকি, অনুষ্ঠান মঞ্চের সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গীত পরিবেশনা ঘিরে রীতিমতো সমালোচনাও শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।

ইতিমধ্যেই অনেকেই দাবি করছেন, বিধায়ক সেই সময় কার্যত, অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। তবে ওই ঘটনার জন্য এবার নারায়ণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল মনে করছে, বিধায়ক মঞ্চে উঠে এমন কিছু মন্তব্য করেছেন, যা দল একেবারেই মান্যতা দেয় না। এমনকি, অনুষ্ঠানের সময় এক মহিলার উদ্দেশ্যেও তিনি টিপ্পনী করেছেন বলেও অভিযোগ উঠেছে। দলীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই ঘটনাকেও ভালো চোখে একেবারেই দেখছে না দল। এই অবস্থায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে দলের উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের শৃঙ্খলারক্ষা কমিটিকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার অবশ্য বুধবার বিকেলে বলেন, “কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন, তা দল কোনওভাবেই অনুমোদন করে না। জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে। কারণ, তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে একেবারেই খাপ খায় না।”

জয়প্রকাশ বলেন, দলের শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের, বিশেষ করে জনপ্রতিনিধিদের এইসব একদম শোভা দেয় না। এমন কোনও মন্তব্য বা বয়ান কিছুতেই দল অনুমোদন করে না।

তাঁর কথায়, “এটি আগেও অনেকবার বলা হয়েছে। সকলেরই এই বিষয়ে সজাগ থাকার কথা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বারবার বলেছেন এই কথা। রাজ্য সভাপতি সুব্রত বক্সীও এই বিষয়ে বেশ কয়েকজন নেতা-নেত্রীকে নানা সময়ে সাবধানও করেছেন। দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে, এই নির্দেশও বারবার দেওয়া হয়েছে।”

তবে কি এবার নারায়ণকে ওই ঘটনার জন্য কারণ দেখানোর জন্যও নোটিস ধরানো হবে? এই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি জয়প্রকাশ। তিনি বলেন, “এই বিষয়টি দলের জেলা শৃঙ্খলারক্ষা কমিটি দেখছে এবং এটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। কোনওরকম অসৌজন্যমূলক বক্তব্য দলের কারও কাছ থেকে তৃণমূল আশা করে না এবং অনুমোদনও দেয় না।”

সম্প্রতি অশোকনগরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে উপস্থিত ছিলেন নারায়ণ নিজে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে ওই অনুষ্ঠানের মঞ্চে সঙ্গীত পরিবেশনও করতে দেখা যায়। সেখানেই দাবি করা হচ্ছে, ওই ভিডিওটি হয়েছিল অনুষ্ঠানের শেষদিনে। সেইদিন অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীতশিল্পী মঞ্চে ওঠার আগে বিধায়ক সঙ্গীত পরিবেশন করতে শুরু করে দেন।

দর্শকাসনে অবশ্য তখন অনেকেই ছিলেন। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে বিধায়কের কথা কিছুক্ষেত্রে অসংলগ্ন ঠেকেছে বলেও মনে করছে উপস্থিত জনতার একাংশ। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে আলোচনাও শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে দলের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের পথে হাঁটছে তৃণমূল। এই বিষয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর কোনও প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায়নি।

তৃণমূল অবশ্য মনে করছে, বিধায়ক মঞ্চে উঠে এইসব মন্তব্য করেছেন, যা দল একেবারেই সমর্থন করে না। এমনকি, অনুষ্ঠানের সময় এক মহিলার উদ্দেশ্যেও তিনি এই ধরনের কথা বলেছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। দলীয় সূত্রের খবর, এই ঘটনাকে একদমই ভালো চোখে নিচ্ছে না দল। এই অবস্থায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার নির্দেশ দিয়েছেন, অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে যেন অবশ্যই কড়া ব্যবস্থা নেওয়া হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।