- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য আবেদন করেছেন তো? আজই এভাবে দেখুন আপনার স্টেটাস
লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য আবেদন করেছেন তো? আজই এভাবে দেখুন আপনার স্টেটাস
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে রাজ্য সরকার মহিলাদের টাকা দিয়ে থাকে।

জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে রাজ্য সরকার মহিলাদের টাকা দিয়ে থাকে।
উপকৃতের সংখ্যা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২ কোটিরও বেশি মহিলা উপকৃত হন। আগামী দিনে উপভোক্তার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন
সম্প্রতি রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করেছিল। সেখানেই সবথেকে বেশি আবেদন জমা পড়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের জন্য।
আবেদনকারীদের জন্য
লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সরকারি পোর্টালে দেখে নিতে পারেন আপনার আবেদনের স্টেটাস।
ওয়েবসাইট
স্টেটাস জানতে চাইলে যেতে পারে https://socialsecurity.wb.gov.in/ - এই ওয়েবসাইটে।
পরের পদক্ষেপ
পেজটি খোলার পরই ডানদিকে দেখতে পারেন Track application status। এটির ওপর ক্লিক করলেই সার্চ ইউজিং বলে একটি জায়গা দেখা যাবে
কী করবেন?
সার্চ ইউজিং-এরওর আপনার কারসার নিয়ে যাবেন। তারপর সেখানে আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেটি দিতে পারেন। না বলে অ্য়াপলিকেশন আইডি বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ করতে পারেন।
ক্যাপচা কোড
আপনার অ্যাপলিকেশন ফর্মেই একটি ক্যাপচা কোর্ড আছে। সেটা নির্দেষ্ট জায়গায় দিতে হবে।
বর্তমান স্টেটাস
তারপরই আপনি দেখতে পারবেন আপনার আবেদনের বর্তমান স্টেটাস কী? আপনার আবেদন গ্রহণযোগ্য হলে তা যেমন দেখতে পাবেন তেমনই দেখতে পাবেন আবেদন বাতিল হলেও।
টাকার অঙ্ক
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সরকারি টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে গিয়ে থাকে তাহলে তাও দেখা যাবে এই পোর্টালে।