জামাইয়ের মঙ্গল কামনাতে মা ষষ্ঠীর পুজো শাশুড়িদের, প্রথা মেনে ঘরে ঘরে জামাই ষষ্ঠী পালন

প্রথা মেনে জামাই ষষ্ঠী পালন ঘরে ঘরে। জামাই শাশুড়ির কাছে সন্তানের সমান। সেই জামাইয়ের মঙ্গল কামনাতে মা ষষ্ঠীর পুজো। জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী।

| May 25 2023, 06:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রথা মেনে জামাই ষষ্ঠী পালন ঘরে ঘরে। জামাই শাশুড়ির কাছে সন্তানের সমান। সেই জামাইয়ের মঙ্গল কামনাতে মা ষষ্ঠীর পুজো। জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। মুর্শিদাবাদের কান্দিতে মহা ধুমধাম করে পুজো হল মা ষষ্ঠীর। সকাল থেকেই লম্বা লাইন কান্দির নারায়ণ পার্কে। কান্দি শহর জুড়ে কার্যত জামাই ষষ্ঠী উপলক্ষে উৎসবের আমেজ।