সংক্ষিপ্ত

আজ মহরম! শহরের কোণা কোণায় বেরবে শোভাযাত্রা, কোন কোন রুটে যানবাহনে ভোগান্তি হতে পারে জেনে নিন

১৭ জুলাই মহরম। আর সেই উপলক্ষে ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর ২৩০ টি ধর্মীয় পদযাত্রা হবে আজ। তার মধ্যে উপস্থিত থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার ও অ্যাসিট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। অন্যান্য যাত্রা দেখভাল করবেন স্থানীয় থানার আধিকারিকরা।

শুধু তাইন প্রতিটি রুটে মোতায়েন থাকবে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে এদিন পাঁচটি বড় তাজিয়া বের হতে পারে। পোর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট তারপর লালা বাজার ও বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে শিয়ালদহ পৌঁছবে পদ যাত্রা।

অন্যদিকে রাজাবাজার থেকেও শিয়ালদব পৌঁছবে আরও একটি শোভাযাত্রা। একই সঙ্গে বেলেঘাটা পৌঁছবে সব কটি শোভাযাত্রা।

কলুতলা থেকে রবীন্দ্র সরণী তারপর ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে সাহেবগঞ্জ পৌঁছবে আরও একটি তাজিয়া। এ ছাড়াও আরও বেশ কয়েকটি শোভা যাত্রা বেরবে বলে মনে করা যাচ্ছে।

এ ক্ষেত্রে স্পর্শকাতর এলাকাগুলিতে জারি থাকবে কড়া পুলিশি নজরদাড়ি। পুলিশ পিকেট থাকবে ২০০টিরও বেশি।