তৃণমূল কংগ্রেস সূত্রের খবর গঠনের মাত্র কয়েক ঘণ্টা পরেই কোর কমিটি গঠনে স্থগিতাদেশ জারি করা হয়েছে।

ভুয়ো ভোটার তাড়াতে কোর কমিটি নিয়ে বিভ্রাট তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার গঠনের পর রাতেই তার ওপর স্থগিতাদেশ দওয়া হয়েছে। কিন্তু কেন? তা এখনও স্পষ্ট করেনি দলের শীর্ষ নেতৃত্ব। যদিও তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, যেভাবে জেলায় জেলায় কোর কমিটি গঠন করা হয়েছে তা সম্পর্কে জানান হয়নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই স্থগিতাদেশ জারি করা হয়েছে। অনেকেই আবার বলছেন বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ছাড়াই তৈরি করা হয়েছিল কোর কমিটি। তাই স্থগিতাদেশ জারি করা হয়েছে। সবমিলিয়ে কোর কমিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিভ্রাট স্পষ্ট হচ্ছে।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর গঠনের মাত্র কয়েক ঘণ্টা পরেই কোর কমিটি গঠনে স্থগিতাদেশ জারি করা হয়েছে। তাই নিয়েই দলের সর্বত্র আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের একটি সূত্রের খবর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে লোকসভা ও বিধানসভা অধিবেশন রয়েছে। আর সেই কারণে কোর কমিটিতে যদি সাংসদ ও বিধায়কদের রাখা হয় তা হলে তাঁরা সেভাবে সময় দিতে পারবে না। অগ্রাধিকার ঠিক করেই কোর কমিটি গঠন করতে হবে। তৃণমূল কংগ্রেসের এক নেতার কথায় ভোটার সংক্রান্ত বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর সেই কারণেই কোর কমিটিও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে বৃহস্পতিবার কোর কমিটির প্রথম বৈঠকেই গরহজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি আবার ১৫ মার্চ ভুয়ো ভোটার সংক্রান্ত কমিটির একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবারের বৈঠকেই বলা হয়েছে, 'আগামী ১৫ মার্চ বিকেল ৪টে সময় দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ' এই বৈঠকের রাজ্য কমিটির সমস্ত সদস্য, দেলা সভাপতি, সাখা সংগঠকদের আলোচনায় অংশ নিতে নির্দেশ দেওযা হয়েছে। জেলা থেকে রিপোর্ট পাওয়ার পরই তা দলনেত্রীর কাছে পেশ করা হবে। মনে করা হচ্ছে তারপরই কোর কমিটির ওপর যে স্থগিতাদের দেওয়া হয়েছে তা তুলে নেওয়া হবে।

নেতাজি ইন্ডোর তৃণমূল কংগ্রেসের সমাবেশেই ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেয়ই তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন। পাশাপাশি ভুয়ো ভোটার তাড়াতে দলের নেতা ও কর্মীদের তৎপর হতে নির্দেশ দেন। কোর কমিটি তৈরির কথাও বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৃণমূলের নেতা কর্মীদের সক্রিয় হতে দেখা গিয়েছিল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।