Migrant Workers Death News: কাজের খোঁজে ভিনরাজ্যে  গিয়ে রাস্তাতেই ভয়ঙ্কর ঘটনা বাংলার পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Migrant Workers Death News: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মর্মান্তিক ঘটনা।বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে শ্রমিক পরিবারের দুজনের পথ দুর্ঘটনায় মৃত্যু। আরও তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু'নম্বর দেশপ্রাণ ব্লকের চালতি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সাহা তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে উত্তরপ্রদেশে রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিলেন। জানা গিয়েছে, গত শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তিনি কাঁথি থেকে ট্রেনে চেপে রওনা দেন গন্তব্যের উদ্দেশে। শনিবার দুপুর বারোটা নাগাদ ট্রেন থেকে নেমে আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে অটো চেপে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারায় পরিযায়ী শ্রমিক জাহাঙ্গীরের স্ত্রী ফরিদা বিবি (৩০)। তাঁদের বড় ছেলে জাহানসিম সাহা (১২)। এছাড়াও বাকি তিনজন গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কাঁথি থেকে জাহাঙ্গীর সাহা সহ পরিবারের পাঁচজন উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাঁদের মধ্যে জাহাঙ্গীর সাহা (৩৬) গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। ফারজান সাহা (৭) জাহাঙ্গীরের ছোট ছেলে। সেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাহারিনা খাতুন (১৫) সম্পর্কে সে জাহাঙ্গীরের ভাগ্নি। তিনিও গুরুতর জখন অবস্থায় চিকিৎসাধীন। এছাড়াও ভিনরাজ্যে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, জাহাঙ্গীরের স্ত্রী পরিদা বিবি (৩০)। এবং তাঁদের বড় ছেলে জাহানসিম সাহা (১২)। 

এদিকে ঘটনার পরই সঙ্গে সঙ্গে কাঁথি থানায় খবর আসে। কাঁথি থানার পক্ষ থেকে পরিবারের কাছে খবর যায়। খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। বাড়িতে ভিড় করেন পাড়াপ্রতিবেশীরা। সূত্রের খবর, জাহাঙ্গীরের মা প্রতিবন্ধী। জাহাঙ্গীরের বাবা মানসিক ভারসাম্যহীন। পরিবারের রোজগার বলতেই জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের স্ত্রীর উপর নির্ভরশীল। এমত অবস্থায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে দুজনের প্রাণ হারানোর ঘটনা শুনে আত্মীয়-স্বজন থেকে প্রতিবেশী একপ্রকার বাকরুদ্ধ। দেহ দুটি এবং জাহাঙ্গীর সহ তার সন্তান এক ভাগ্নীকে বাংলায় ফিরিয়ে আনার ক্ষেত্রে শাসকদলের নেতাকর্মীরা পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।