Kolkata Police News: তৃণমূলের শহিদ দিবসে শহরজুড়ে কড়া পুলিশি নিরাপত্তা। আজ রাস্তায় কত পুলিশ রয়েছে ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Martyrs Rally 21 July: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই । শহিদ স্মরণ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে । বিধানসভানের আগে শেষ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ঠিক কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মীরা। শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ তৈরি । মূল মঞ্চটির উচ্চতা ১৩ ফুট। এখানেই বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্ব। পরের স্তরের মঞ্চটির উচ্চতা ১২ ফুট। 

এখানে বসবেন শহিদ পরিবারের সদস্যরা। মঞ্চের তৃতীয় স্তরটি মাটি থেকে ১১ ফুট উচ্চতায় তৈরি হচ্ছে। এখানে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা বসবেন। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য হবে ৮০ ফুট। প্রস্থ ৪২ ফুট। মোট ৬০০ জন বসতে পারবেন মঞ্চে। লোহার কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে গোটা মঞ্চ। 

পাশে আরও একটি মঞ্চ করা হয়েছে যেখানে কাউন্সিলর থেকে নেতারা বসবেন । মঞ্চের সামনে নিরাপত্তার জন্য করা হয়েছে 'D' জোন। এবং মঞ্চের পিছনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে কারণ মঞ্চের পিছন এর দিক থেকে দলনেত্রী সহ অন্যান্য ভিভিআইপিরা মঞ্চে প্রবেশ করবেন । শহরের বিভিন্ন জায়গা থেকে দলনেত্রীর বক্তব্য শোনার জন্য বিভিন্ন জায়গায় রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিন৷ তৃণমূলের তরফে রাখা হচ্ছে প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক।

আজ রাস্তায় থাকছে সাড়ে চার হাজার পুলিশ। শহরে ত্রিস্তুরীয় নিরাপত্তার ব‌্যবস্থা করেছে পুলিশ। মঞ্চ এবং সংলগ্ন চত্ত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। সভাস্থলের আশপাশে প্রায় ১৪টি জোন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল মঞ্চ ভিভিআইপি জোনের মধ্যে থাকবে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। এছাড়া ৩০ জন ডিসি পদমর্যাদার অফিসাররা থাকবেন। এছড়া ৭০জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর থাকছেন ধর্মতলা চত্বর জুড়ে। শহরজুড়ে থাকছে ৩২টি হেল্প ডেস্ক।

ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে একাধিক ওয়াচ টাওয়ারে। সভামঞ্চের কাছে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে। ধর্মতলা চত্বরে পুলিশের সিসিটিভি ক‌্যামেরা রয়েছে। সভা ঘিরে অতিরিক্ত সিসিটিভির ক‌্যামেরাও লাগানো হয়েছে। অস্থায়ী কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে লালবাজার। রাস্তায় বেড়িয়ে কোথাও সমস‌্যায় পড়লে নিত‌্যযাত্রীরা তাদের জন্য ৩ টি হেল্প লাইন চালু করা হয়েছে ৯৮৩০৮১১১১১/৯৮৩০০১০০০০ এই নম্বরে ফোন করতে পারবেন। 

এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর ১০৭৩। এছাড়া ১২টি রেডিও ফ্লাইং স্কোয়াড ও পর্যাপ্ত সংখ‌্যাক পিসিআর ভ‌্যান থাকছে। জলপথেও নজরদারি থাকছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম ও ডুবুরিরা থাকছে। বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৮ টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হচ্ছে ।

মূলত ৭ টি বড় মিছিল হবে:- 

১) হাওড়া স্টেশন

২) শিয়ালদহ স্টেশন

৩) শ্যামবাজার

৪) হাজরা

৫) পার্ক সার্কাস ৭ পয়েন্ট

৬) কলকাতা স্টেশন

৭) হেদুয়া পার্ক দিয়ে

এছাড়া শহরের প্রায় ২২টি জায়গায় জমায়েত হবে বলে পুলিশ সূত্রের খবর। সব মিলিয়ে একুশে জুলাইয়ে তৃণমূলের মেগা ইভেন্ট ঘিরে শহরজুড়ে আজ আঁটসাঁট নিরাপত্তা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।