সংক্ষিপ্ত
নিজেকে সামলাতে না পেরে ভেঙে পড়লেন কান্নায়! গ্রেফতারের পরে কেমন আছেন সন্দীপ ঘোষ?
দুর্নীতি মামলায় সোমবার গ্রেফতার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
গত ১৬ অগাস্ট সন্দীপ ঘোষকে নোটিশ দিয়েছিল সিবিআই তারপরেও তিনি হাজিরা এড়িয়ে যান। এরপরে রীতিমতো তাকে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে আসে সিবিআই আধিকারিকেরা। সেই সময় অত্যন্ত ঘাবড়ে গেলেও ভেঙে পড়তে দেখা যায়নি সন্দীপ ঘোষকে।
এরপর বারবার জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। শুধু তাই নয় সাত সকালে তার বাড়িতেও হাজিরা দেয় সিবিআই আধিকারিকেরা। কিন্তু সেদিন দরজা খুলতেই প্রায় ১ ঘণ্টা সময় নিয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ।
এরপর সোমবার রাতে গ্রেফতার করা হলে একেবারে অন্য রূপে দেখা যায় সন্দীপ ঘোষকে। কার্যত ভেঙে পড়েন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে বলেই জানা গিয়েছে সূত্র মারফত। রাস্তায় কিছু জিজ্ঞাসা করা হলে উত্তর না দিয়েই মাথা নিচু করে দুই সিবিআই আধিকারিকের মাঝে বসে থাকতে দেখা যায় তাঁকে। জানা যায়, রাতে সিজিওতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলাকালীন রীতিমতো ভেঙে পড়েন সন্দীপ। এরপর নিজাম প্যালেসে এসে কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন অধ্যক্ষ।
এদিন সন্দীপ ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তা রক্ষী আফসর আলি খানকেও। অন্যদিকে পুলিশ কমিশনা বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা।
আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। বিচার চেয়ে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তার মাঝে আর্থিক কারচুপির কারণে সন্দীপকে গ্রেফতার করায় খানিকটা হলেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।