সংক্ষিপ্ত

তৃতীয়বারের চেষ্টায় বড় সাফল্য পেলেন শিলিগুড়ির ছেলে। নিজের অভিজ্ঞতার থেকেই যাঁরা এখনও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য চৈতন্যর পরামর্শ, 'একবারে না হলে কোনওভাবেই হতাশ হওয়া চলবে না।'

UPSC পরীক্ষায় বাংলার নাম উজ্বল করলেন শিলিগুড়ির চৈতন্য খেমানি। দেশের মধ্যে UPSC-টে ১৫৮ র‍্যাঙ্ক করেছেন তিনি। রাজ্যের মধ্যে রয়েছেন প্রথম স্থানে। শিলিগুড়ির খালপাড়াবেলাকার বাসিন্দা তিনি। এর আগেও দু'বার UPSC-তে বসেছিলেন চৈতন্য। তৃতীয়বারের চেষ্টায় বড় সাফল্য পেলেন শিলিগুড়ির ছেলে। নিজের অভিজ্ঞতার থেকেই যাঁরা এখনও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য চৈতন্যর পরামর্শ, 'একবারে না হলে কোনওভাবেই হতাশ হওয়া চলবে না।' আগামী দিলে দেশের জন্য কাজ করতে চান চৈতন্য। বাংলার হয়েই কাজ করটে চান তিনি। কিন্তু তা সম্ভব না হলে অন্য রাজ্যে যেতেও রাজি চৈতন্য। তবে স্বপ্ন IPS হয়ে দেশের সেবা করার।

পড়াশোনার পাশাপাশি কাজও চালিয়ে গিয়েছেন চৈতন্য। বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত তিনি। কাজের ফাঁকেই UPSC-এর জন্য পড়াশোনা করতেন তিনি। ছুটিরদিনে সারাদিনই পড়তেন। যাঁরা UPSC-এর জন্য চেষ্টা করছেন তাঁদের উদ্দেশ্যে চৈতন্যর পরামর্শ গত ৫ বছরের প্রশ্নপত্র দেখতে হবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সও জানতে হবে। তবে দিনে ১০ থেকে ১২ ঘন্টা পড়তে হবে তাঁর কোনও মানে নেই। তিনি নিজেই ৩ থেকে ৪ ঘন্টা পড়তেন বলে জানিয়েছেন। পাশাপাশি অসফলতার কারণ খুঁজে বার করাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চৈতন্য।

UPSC-তে কৃতিদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটবার্তায় তিনি লিখলেন,'গর্বিত যে আমাদের রাজ্য সরকার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার দ্বারা প্রশিক্ষিত ৭ জন পরীক্ষার্থী 2০২৩ সালের UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে! আমি এই সফল যুবক ও মহিলাদের এবং তাদের পিতামাতা এবং পরিবারকে অভিনন্দন জানাই। আমি গর্বিত যে আমাদের প্রশিক্ষণার্থীরা এখন পশ্চিমবঙ্গের সফল সিভিল সার্ভিস প্রবেশকারীদের অপ্রতিরোধ্য অংশ গঠন করে। গর্বিত যে আমরা প্রায় দুই বছর আগে জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্য প্রার্থীদের রাষ্ট্রীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা এত শীঘ্রই ফলাফল দিতে শুরু করেছে। বাংলার যুব, এগিয়ে যাও!'