
হাত বাড়ালেই পুরী! এবার হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস
হাতের নাগালে পুরী! এবার হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে। শুক্রবার হয়ে গেল ট্রায়াল রান।
হাতের নাগালে পুরী! এবার হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে। শুক্রবার হয়ে গেল ট্রায়াল রান। ৩০ এপ্রিল রবিবার হবে দ্বিতীয় ট্রায়াল রান। তারপরেই শুরু হবে এই রুটে পরিষেবা।