বাজেট অধিবেশনেই রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে দিল্লির এক আমলার মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

বাংলার সঙ্গে তাঁর নাড়ির যোগ নেই। তবে এখন তিনি দিল্লিবাসী। সেই দিল্লি থেকে এসে বাংলার বিধানসভায় ভাষণ দিতে চান বলেও ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বাংলার প্রাক্তন রাজ্যপাল। তবে প্রাক্তন রাজ্যপালকে কিছুটা হলেও হতাশ হতে হয়েছে। কারণ বিধানসভার সচিবালয় থেকে জানান হয়েছে বিধানসভায় (Assembly) উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নজির বা আইনি কোনও ব্যবস্থা নেই। যদিও সচিবালয় সূত্রের খবর, উপরষ্ট্রপতির ইচ্ছেকে মান্যতা দিতে চাইছে রাজ্য প্রশাসন। আর সেই কারণে প্রথম দফার বাজেট অধিবেশন শেষ হওয়ার পরেই বিশেষ অধিবেশন ডাকা হতে পরে। সেই অধিবেশনেই বক্তব্য রাখতে পরেন জগদীপ ধনখড়।

সূত্রের খবর বাজেট অধিবেশনেই রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে দিল্লির এক আমলার মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দিল্লির আমলা দেখা করেছিলেন রাজ্যের অধ্যক্ষের সঙ্গে। সূত্রের খবর, জগদীপ ধনখড় আরও জানিয়েছিলেন, তাঁর ভাষণে এমন কিছু থাকবে না রাজ্য সরকারের বিরুদ্ধে যায়। বিধানসভা সচিবালয় সূত্রে বলা হয়েছিল, উপরাষ্ট্রপতির বিধানসভায় ভাষণ দেওয়ার কোনও নজির নেই। নেই আইনি ব্যবস্থাও। তাই জগদীপ ধনখড়কে বিধানসভায় ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য আরও একটি বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

অধিবেশন কবে হবে তা এখনও স্পষ্ট করে জানায়নি রাজ্য সরকার। বিধানসভাও এই বিষয়ে কিছু জানায়নি। বিধানসভায় বাজেট অধিবেশন চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ১০ মার্চ ২০ মার্চ পর্যন্ত। সেই সময় ধনখড়কে আমন্ত্রণ জানানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে মতান্তর হয়েছিল রাজ্যের তৃণমূল সরকারের। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের সমালোচনাও করেছিলেন দেশের উপরাষ্ট্রপতি ধনখড়। পাল্টা রাজ্য সরকারও জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সরব হয়েছিল। সেই সময় রাজ্য সরকার আর রাজভবনের সম্পর্ক মোটেও সুখকর ছিল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।