ফের তুমুল বিক্ষোভের মুখে শতাব্দী রায়, অভিযোগ শুনে বললেন 'ওরা বিজেপি'
রবিবার দিদির দূত হয়ে মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে যান শতাব্দী রায়। এখানে সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসী। অভিযোগ বছর পার হলেও মেটেনি এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা।
রবিবার দিদির দূত হয়ে মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে যান শতাব্দী রায়। এখানে সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসী। অভিযোগ বছর পার হলেও মেটেনি এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা। এছাড়াও সেচের জলের অভাবে ক্ষতিগ্রস্থ চাষবাস, সেই কথাও জানান তাঁরা। উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হয় তৃণমূল সাংসদকে। গ্রামবাসীর চিৎকার চেঁচামেচিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরেই শতাব্দী রায় বলেন, ‘যেগুলো ওরা পায়নি সেগুলো বলছিল। ওইগুলো চেষ্টা করব আমরা করে দিতে। আসলে যে পতাকার তলায় দাঁড়িয়ে ওরা কথা বলছিল তা সকলে দেখেছে। ওখানে বিজেপির পতাকা উড়ছে। সেই কারণে ওদের সুর অন্য।’