West Bengal News: এসআইআর-ভোটার শুনানিতে বিএলও-দের কাজ এবং তাদের নিরাপত্তা  নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভোটকর্মীদের সঙ্ঘবদ্ধ মঞ্চ। কী বলছে কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal News: ভোটার তালিকা সংশোধন শুনানিতে BLO-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি ভোটকর্মী সংগঠনের। সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সময় ব্লক লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করল ভোটকর্মী অ্যান্ড BLO ঐক্য মঞ্চ। এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

কী উল্লেখ রয়েছে চিঠিতে?

সংগঠনের অভিযোগ, SIR-এর শুনানি পর্বে BLO-রা কার্যত ‘সহজ লক্ষ্যবস্তু’ হয়ে উঠেছেন। বিভিন্ন জায়গায় তাঁদের অপমান করা হচ্ছে, যুক্তিহীন অভিযোগ আনা হচ্ছে এবং হুমকির পরিবেশ তৈরি করা হচ্ছে। এমনকি কিছু এলাকায় শুনানি কেন্দ্র ভাঙচুর, লুটপাট ও আগুন লাগানোর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতিতে বহু BLO ভয় ও আতঙ্কের কারণে গণইস্তফার কথাও ভাবছেন। সংগঠনের দাবি, সহিংস জনতার আক্রমণের আশঙ্কা ক্রমশ বাড়ছে এবং অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ভোটকর্মী অ্যান্ড BLO ঐক্য মঞ্চের পক্ষ থেকে কয়েকটি জরুরি দাবি তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে—শুনানি কেন্দ্রগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তুচ্ছ অসঙ্গতির ক্ষেত্রে শুনানি এড়ানোর জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবং বয়স্ক ও অসুস্থ নাগরিকদের হয়রানি না করা, ভাঙচুর ও অরাজকতায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ এবং অসুস্থ বা মৃত BLO-দের ক্ষতিপূরণের বিষয়টি স্পষ্ট করা।

এছাড়াও BLO ও অতিরিক্ত BLO-দের পারিশ্রমিক দ্রুত পরিশোধের দাবিও জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের স্বাক্ষরিত ওই চিঠিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। এই চিঠি ঘিরে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

অন্যদিকে, বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার বৈধ নধি হিসেবে মাধ্যমিকের নথি আর গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাই যে সব ভোটার শুনানিতে মাধ্যমিকের নথি দিয়েছেন তাদের কী কী করতে হবে তাই আবারও জানিয়ে দিল নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশন সম্প্রতি নির্দেশ দিয়েছে যেসব ভোটার শুনানিতে মাধ্যমিকের নথি দিয়েছে তাদের আবারও নতুন করে নথি জমা করতে হবে। এসআইআর-এর জন্য আগেই ১৩ নথি নথির কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই নথি এবার জনা করতে হবে মাধ্যমিকের নথি দেওয়া ভোটারদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।