'প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু কেউ বাঁদরামো করলে একটাকেও ছাড়ব না', সাফ কথা পুলিশ সুপারের
ডায়মন্ড হারবারে ওয়াকফ বিলের প্রতিবাদে রাস্তায় নামলে তাঁদের সাবধান করলেন, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে।
ডায়মন্ড হারবারে ওয়াকফ বিলের প্রতিবাদে রাস্তায় নামলে তাঁদের সাবধান করলেন, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে। তিনি জানান 'প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু কেউ বাঁদরামো করলে একটাকেও ছাড়ব না'।