দুই বছরেও এল না জল! শুধুই প্রতিশ্রুতি, মমতার বিধায়ক ঘেরাও

Share this Video

Patharpratima : জলের দাবিতে পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকায় পথ আটকে বিধায়ক সমীর কুমার জানাকে ঘেরাও করলেন শতাধিক মহিলা। দীর্ঘদিন ধরেই পানীয় জলের অভাবে ভুগছেন এই উপকূলবর্তী গ্রামের বাসিন্দারা। নদী বাঁধ বারবার ভেঙে যাওয়ায় এলাকার পুকুর-খাল-জলাশয় নোনা জলে ভরে যায়, ফলে নলকূপই ভরসা।

Related Video