SSC Job Scam : শিক্ষক নেই, চলছে পরীক্ষা! করুণ চিত্র বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলে

SSC Job Scam News : শিক্ষক নেই, চলছে পরীক্ষা! করুণ চিত্র বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলে সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে সাতজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে।

| Updated : Apr 05 2025, 06:27 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

SSC Job Scam News : শিক্ষক নেই, চলছে পরীক্ষা! করুণ চিত্র বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলে সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে সাতজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ফলে স্কুলের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। এমনিতেই শিক্ষকসংকটে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাঠদান বন্ধ ছিল, এবার কলা বিভাগও পড়েছে ঝুঁকির মুখে।
স্কুলটির ছাত্রসংখ্যা প্রায় ৩ হাজার, যার মধ্যে ৭৫ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এই মুহূর্তে স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা, কিন্তু শিক্ষক সংকট এতটাই তীব্র যে একজন শিক্ষককে একসঙ্গে দু’তিনটি শ্রেণিকক্ষে গার্ড দিতে হচ্ছে।
শিক্ষক-শিক্ষিকারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। গোটা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। এ যেন সুন্দরবনের শিক্ষা ব্যবস্থায় এক নীরব বিপর্যয়।

Related Video