- Home
- West Bengal
- West Bengal News
- ফেব্রুয়ারিতেই খুশির জোয়ারে ভাসবে রাজ্য সরকারি কর্মীরা! মিলবে এতদিনের সবেতন ছুটি
ফেব্রুয়ারিতেই খুশির জোয়ারে ভাসবে রাজ্য সরকারি কর্মীরা! মিলবে এতদিনের সবেতন ছুটি
ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের মিলবে দারুণ খুশির খবর। এই মাসে এতদিনের সবেতন ছুটি পাবেন কর্মীরা
110

Image Credit : social media
জানুয়ারি যেতে না যেতেই, রাজ্য সরকারি কর্মীদের মিলল খুশির খবর।
210
Image Credit : Google
ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মী ও পড়ুয়াদের মিলবে একাধিক ছুটি।
310
Image Credit : freepik
সরস্বতী পুজো থেকে শুরু করে এই মাসেই রয়েছে একাধিক ছুটির দিন।
410
Image Credit : government employees
২-৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে বন্ধ থাকবে স্কুল।
510
Image Credit : our own
পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী ও সবেবরাত একই দিনে থাকায় ১৪ ফেব্রুয়ারিতেও থাকবে ছুটি
610
Image Credit : social media
এরপর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এদিনেও মিলবে ছুটি।
710
Image Credit : our own
তবে ছুটি থাকলেও মাতৃভাষা দিবস পালন করার জন্য সেদিন স্কুলে যেতে হবে পড়ুয়াদের জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
810
Image Credit : Abhinav Bindra Foundation
২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষ্যেও ছুটি থাকবে সরকারি অফিস-স্কুল
910
Image Credit : Getty
এছাড়া চলতি মাসেই রয়েছে মাধ্যমিক ফলে ১০-২২ তারিখ পর্যন্ত থাকবে স্কুল
1010
Image Credit : Asianet News
সব মিলিয়ে এই বছর নতুন বছরে এই রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এ ছাড়াও থাকছে রাজ্য সরকারের ছুটি।
Latest Videos