- Home
- West Bengal
- West Bengal News
- সত্যিই কি ২৫ শতাংশ DA পাবেন রাজ্যের কর্মীরা? কী বললেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
সত্যিই কি ২৫ শতাংশ DA পাবেন রাজ্যের কর্মীরা? কী বললেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সরকারের অবস্থান জানানো হবে।

দীর্ঘদিন ধরে চলছে ডিএ মামলা। সদ্য হল তার শুনানি। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে সওয়ালকারী অইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, ‘মহার্ঘ ভাতা মৌলিক অধিকার নয়, সেটা ঠিকই। কিন্তু মনে রাখতে হবে সংবিধানের ৩০৯ নম্বর ধরার ভিত্তিতে রোপা রুল তৈরি হয়েছিল।
…অর্থাৎ এর সাংবিধানিক বৈধতা রয়েছে।’ এই আবহে রাজ্যের উদ্দেশে ২৫ ডিএ মেটানো নিয়ে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, ‘এরা আপনাদের কর্মী ফলে অসুবিধার কোনও কারণ নেই।’
রাজ্য সরকারি কর্মীদের বকের মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে চরম উত্তেজনা চলছে রাজ্যে। এবার এই নিয়ে মন্তব্য করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
তিনি বলেন, ‘ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও হাতে পাইনি। পাওয়ার পর যা বলার বলব। আপাতত সরকার কোনও স্পষ্ট অবস্থান নেয়নি।’
এদিকে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, এই কদিনের মধ্যে বকেয়ার মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে।
এই বিপুল পরিমাণ আর্থিক বোঝায় রাজ্যের ওপর চাপ বাড়বে বলে জানান তিনি।
আবার বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ৫০ শতাংশ ডিএ দিতে বলেছিল আদালত। রাজ্যের আইনজীবী জানান, এই পরিমাণ ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে।
অনেক দিন আগেই অবশ্য এই সরকারের কোমর ভেঙে গিয়েছে। যা-ই হোক বিচারপতি জানান, অন্তত ২৫ শতাংশ ডিএ দিতে হবে। কর্মচারীরা এতদিন ঘুরছিলেন।
আশার কথা, এই রায়ের পর সামান্য কিছু হলেও রাজ্য় সরকারি কর্মীরা তাদের অধিকারের স্বীকৃতি পেলেন।
সব মিলিয়ে ডিএ মামলার রায় ঘোষণা হলেও এখনও যে জটিলতা কাটেনি তা স্পষ্ট সকলের কাছে।

