‘আরজি কর করে রেখে দেবো’! নার্সকে হুমকি রোগীর পরিবারের, চঞ্চল হাসপাতালে আতঙ্কের ছায়া

আরজিকর কাণ্ডের আবহে ফের আতঙ্ক হাসপাতালে. এইরকমই একটা চিত্র দেখা গেল মালদহ জেলার চঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে। একজন রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ নার্সদের।

Share this Video

আরজিকর কাণ্ডের আবহে ফের আতঙ্ক হাসপাতালে. এইরকমই একটা চিত্র দেখা গেল মালদহ জেলার চঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে। একজন রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ নার্সদের। মহিলা নার্সকে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য। প্রভাব খাটিয়ে চাকরিহারা করে দেওয়ারও হুমকি। অভিযোগ আরজি কর কাণ্ড করে দেওয়ারও হুমকি দেয় সেই রোগী ও রোগীর পরিবার। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। গ্রেপ্তার রোগীর এক আত্মীয়।

Related Video