- Home
- West Bengal
- West Bengal News
- Weather Forecast: ঘনিয়ে আসছে দুর্যোগ, আজ বুধবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বৃষ্টি কোন কোন জেলায়?
Weather Forecast: ঘনিয়ে আসছে দুর্যোগ, আজ বুধবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বৃষ্টি কোন কোন জেলায়?
Weather Forecast: বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন দুর্যোগের প্রকোপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবারের পর আজ বুধবারও ভাসবে শহরের বিভিন্ন জেলা। গোটা সপ্তাহ জুড়ে চলবে ঝড় বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানাল এমনটাই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনিয়েছে ঘূর্ণবাত। এই ঘূর্ণবাত কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে।
শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে।
অন্যদিকে, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশের সম্ভাবনা আছে প্রবল। সব মিলিয়ে আগামী কয়েক দিন দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আলিপুর হাওয়া অফিসে রিপোর্ট বলছে, ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ১০ জেলাতে। উপকূলর্তী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হবে ভারী বৃষ্টি।
ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া এবং হুগলিতে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝড় হইতে পারে। উপকূলবর্তী জেলায় ঝড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে।
ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগ বইবে ঝড়ো হাওয়া। আজ বুধবার থেকে বাড়বে দুর্যোগের প্রকোপ।
তেমনই চলতি সপ্তাহে চলবে বৃষ্টিপাত। বৃহস্পতি ও শুক্রবার বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা আছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। তেমনই শহরে জমতে পারে জল।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তেমনই সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

