- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: আজই বৃষ্টি দক্ষিণবঙ্গের চার জেলায়, আগামী সপ্তাহ থেকেই রাজ্যের হাওয়া বদল শুরু
Weather Update: আজই বৃষ্টি দক্ষিণবঙ্গের চার জেলায়, আগামী সপ্তাহ থেকেই রাজ্যের হাওয়া বদল শুরু
- FB
- TW
- Linkdin
কলকাতায় কিছুটা স্বস্তি
সেই চাঁদিফাটা রোদ আজ আর নেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী। তবে আজও তাপপ্রবাহের কবলে ছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা।
কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম।
তাপমাত্রার পারদ নিম্নগামী
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী এদিন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কম। কিছুটা হলেও স্বস্তির হাওয়া। তবে দিনভর অস্বস্তিকর আবহাওয়া। যার জেরে জ্যাবজ্যাবে ঘামে ভিজতে হয়েছে শহরবাসীকে।
তাপপ্রবাহের বাইরে কলকাতা
আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর দীর্ঘদিন পরে এদিনও তাপপ্রবাহের কবল ছিল কলকাতা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও ৫ মের পরে তাপপ্রবাহের বাইরে বেরিয়েছে।
আজ বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সপ্তাহ শেষে বৃষ্টি
আলিপুর হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার ও রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় সবকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যাতে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে।
অনাবৃষ্টি আর তাপপ্রবাহে জেরবার
টানা ১৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলেছে। তাপপ্রবাহের কবলে ছিল উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। টানা ২০ দিনের মত বৃষ্টি নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে।
৫ মে পর্যন্ত তাপপ্রবাহ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ২ মে থেকে শুরু করে ৫ মে পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারপর থেকেই স্বস্তি আসতে পারে।
তাপমাত্রার পারদ নামছে
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি কমবে।
বৃষ্টির সম্ভাবনা
আলিপুর হাওয়া অফিস বলেছে, সপ্তাহ শেষে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী সোমবার থেকে বুধবার অর্থাৎ ৬ -৮ মে পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।