- Home
- West Bengal
- West Bengal News
- দক্ষিণবঙ্গে পুরোপুরি বসন্ত, আর কতদিন শীতের আমেজ থাকবে জানিয়েছে হাওয়া অফিস
দক্ষিণবঙ্গে পুরোপুরি বসন্ত, আর কতদিন শীতের আমেজ থাকবে জানিয়েছে হাওয়া অফিস
Weather news: কখনও উত্তুরে হিমেল হাওয়া। কখনও আবার দক্ষিণা বাতাস। সবমিলিয়ে দক্ষিণবঙ্গে পুরোপুরি বসন্তের অনুভূতি। আলিপুর হাওয়া অফিসর পূর্বাভাস আপাতত এমন শীতের আমেজ থাকবে।

শীতের বিদায় ঘণ্টা
এবার জমজমাট শীত ছিল কলকাতা-সহ গোটা বঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট এখনও বেশ কিছুটা বজায় রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোপুরি বসন্ত। কখনও উত্তুরে হিমেল হাওয়া। কখনও আবার দক্ষিণা বাতাস। সবমিলিয়ে বসন্তের অনুভূতি। আলিপুর হাওয়া অফিসর পূর্বাভাস আপাতত এমন শীতের আমেজ থাকবে।
আজ কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। আগামী ৬ দিন তাপমাত্রা পরিবর্তন হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আগামী ৭ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে সকালের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
শীতলতম স্থান
রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান কল্যাণীর তাপমাত্রা ১০.৭। উত্তরবঙ্গের সমতলে সবথেকে বেশি ঠান্ডা মাঝিয়ানে।
পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়
উত্তরভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। কাশ্মীর, হিমাচলে প্রবল তুষারপাত হচ্ছে। যার কারণে ব্যহত হচ্ছে সড়ক ও রেল পরিষেবা। তবে এই স্থানে থাকা পর্যটকরা যথেষ্টই উপভোগ করছেন। কিন্তু সমস্যা হচ্ছে রাস্তায় বরফ জমে থাকার কারণে কোনও কোনও স্থানে প্রায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। অনেক যাত্রীকে এই প্রবল শীতের মধ্যে গাড়িতেই রাত কাটাতে হয়েছে।

