- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা, মহালয়ার আগে জানুন বঙ্গের আবহাওয়ার আপডেট
Weather News: ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা, মহালয়ার আগে জানুন বঙ্গের আবহাওয়ার আপডেট
- FB
- TW
- Linkdin
রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় বঙ্গে রয়েছে ঝলমলে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুজোর আগের সপ্তাহে আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে।
কলকাতায় সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ, বাতাসে কমতে চলেছে জলীয় বাষ্পের পরিমাণ। তবে, তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৫ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি (স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি)। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি।
উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই আগামি ৪-৫ দিন তাপমাত্রা পরিবর্তন অথবা বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।