- Home
- West Bengal
- West Bengal News
- Weather: ভয়ঙ্কর! হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা, আর কতদিন চলবে গরমের দাপট? বড় খবর জানাল আবহাওয়া দফতর
Weather: ভয়ঙ্কর! হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা, আর কতদিন চলবে গরমের দাপট? বড় খবর জানাল আবহাওয়া দফতর
ভয়ঙ্কর! হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা, আর কতদিন চলবে গরমের দাপট? বড় খবর জানাল আবহাওয়া দফতর
| Published : Jun 08 2024, 12:18 PM IST
- FB
- TW
- Linkdin
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
শনিবার থেকে চরম তাপপ্রবাহ শুরু হবে রাজ্যে। এখনই গরম থেকে নিস্তার পাচ্ছেন না মানুষ।
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
রেমালের পর থেকে দিনে দিনে চড়ছে পারদ। কোনও মতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
অন্যদিকে থমকে গিয়েছে বর্ষা। রাজ্যে কবে বৃষ্টিপাত নামতে পারে তার কোনও পূর্বাভাস জানা যায়নি এখনও। দক্ষিণবঙ্গে বইছে তীব্র দাবদাহ।
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
সকাল থেকেই বাতায়ে দেখা গিয়েছে প্রবল আর্দ্রতা। এখনই বর্ষা আসার কোনও পূর্বাভাস নেই. চরম গরমে পুড়তে পারে বঙ্গ।
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই নেমে গিয়েছে বর্ষা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার কোনও খবর নেই ফলে ৮ জুন বর্ষা নামার কোনও সম্ভাবনা নেই।
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
উল্টে প্রবল গরমে ব্যহত হবে জীবনযাত্রা। বেশ কিছু জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
ভয়ঙ্কর! আর কত গরম বাড়বে?
পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়বে গরম। দু-তিন দিনে পারদ আরও ৩ ডিগ্রি চড়তে পারে বলে জানা গিয়েছে।