- Home
- West Bengal
- West Bengal News
- কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়? রইল উত্তরবঙ্গ আর পশ্চিমের জেলাগুলির ঠান্ডার পূর্বাভাস
কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়? রইল উত্তরবঙ্গ আর পশ্চিমের জেলাগুলির ঠান্ডার পূর্বাভাস
আকাশ পরিষ্কার। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আমেজ। বেলায় অবশ্য তাপমাত্রা চড়ছে। কিন্তু তেমন অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হয়নি। মাঝেমধ্যেই উত্তুরে হিমেল হাওয়া দিচ্ছে

বৃষ্টির পূর্বাভাস নেই
আকাশ পরিষ্কার। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আমেজ। বেলায় অবশ্য তাপমাত্রা চড়ছে। কিন্তু তেমন অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হয়নি। মাঝেমধ্যেই উত্তুরে হিমেল হাওয়া দিচ্ছে। মোটকথা শীতের আমেজ , কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাহাড় বা উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার পরিমাণ কিছু বেশি। এই অবস্থায় কবে থেকে জাঁকিয়ে শীত পড়ূবে- তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস
মৌসম ভবনের পূর্বাভাস নভেম্বর মাসে তেমনভাবে শীত পড়বে না। তাপমাত্রার খুব বেশি উত্থান-পতন হবে না। ভোরের দিকে শীত শীত ভাব থাকবে। হিমের পরশ পড়বে। দিনের বেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিক বা সামান্য নিচের দিকে থাকতে পারে। রাতের বেলাতেও স্বাভাবিকের আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ।
কলকাতার আবহাওয়া
কলকাতায় চলতি সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি নিচে নামতে পারে। বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আজ কলকাতার তাপমাত্রা ৩০-২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিস আশপাশে থাকবে। আকাশ রয়েছে পরিষ্কার।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলতি সপ্তাহেই তাপমাত্রা ১০ বা তারও নিচে নামতে পারে। উত্তরের সমতল আর ডুয়ার্সের তাপমাত্রা চলতে সপ্তাহে নেমে ১৪-১৬ ডিগ্রিতে আসতে পারে।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা নিচে নামতে পারে।
শীত কবে?
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী নভেম্বর মাসে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। জাঁকিয়ে শীত পড়তে পারে ডিসেম্বর মাসে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বড়দিনের মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার বাধা তৈরি না হলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসে কনকনে ঠান্ডা পড়বে বলেও অনুমান হাওয়া অফিসের।

