ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব এ রাজ্যে নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর

পশ্চিমবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। তবে এ রাজ্যে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 

Share this Video

সিভিয়ার সাইক্লোনিক স্টম মিগজাউম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান চেন্নাইয়ের ৯০ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিকে। উত্তর দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। নেল্লোর ও মছলিপটনমের দিকে যাবে ঝড়। মঙ্গলবার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। অন্ধ্রপ্রদেশ উপকূলেই ঝড়ের প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। তবে এ রাজ্যে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে হাল্কা বৃষ্টি হতে পারে। আলু চাষের উপর বৃষ্টির প্রভাব পড়তে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা নেই, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Related Video