- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: ঠান্ডায় কি আবার বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়ার আপডেট নিয়ে কী বলছে হাওয়া অফিস?
Weather News: ঠান্ডায় কি আবার বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়ার আপডেট নিয়ে কী বলছে হাওয়া অফিস?
বৃষ্টির মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতেই হু হু করে আবার নামতে শুরু করে দিয়েছে তাপমাত্রার পারদ।
| Published : Jan 27 2024, 06:58 AM IST
- FB
- TW
- Linkdin
বুধবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ৩ ডিগ্রি কমে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
অর্থাৎ, বৃষ্টির মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতেই হু হু করে আবার নামতে শুরু করে দিয়েছে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন আপাতত বৃষ্টিপাতের সম্ভবনা নেই। মূলত শুকনো আবহাওয়াই দেখা যাবে সমস্ত জেলাগুলিতে।
আগামি কয়েকদিন ধরে বাংলায় ঢুকতে পারে কনকনে শীতল উত্তুরে হাওয়া।
উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যের তাপমাত্রা আরও খানিকটা কমে যাবে বলে জানিয়েছেন আবহবিদেরা।
আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।
হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।