- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বঙ্গে আবার জাঁকিয়ে শীত পড়বে কবে? পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
Weather News: বঙ্গে আবার জাঁকিয়ে শীত পড়বে কবে? পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- FB
- TW
- Linkdin
চলতি বছরের শেষ লগ্নেই কমে গিয়েছে শীতের দাপট। দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর আবহাওয়া।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে বঙ্গে বেড়েছে পুবালি হাওয়ার দাপট। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব কমে গেছে।
দক্ষিণবঙ্গে সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত একেবারেই থাকছে না। ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে।
শহর এবং শহরতলির কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশা কেটে গেলে মূলত আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কয়েকদিন একই রকম থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
নতুন বছরের শুরুটা উত্তরবঙ্গে হালকা তুষারপাতের মধ্য দিয়েই হবে বলে আশা করা হচ্ছে।
সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়।
রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে।
উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার কোনও বড় রকমের হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামি ৪-৫ দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা।
হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।