- Home
- West Bengal
- West Bengal News
- শীতের পথে 'কাঁটা' নিম্নচাপ, নভেম্বরে আর লেপ-কম্বলের প্রয়োজন নেই ইঙ্গিত হাওয়া অফিসের
শীতের পথে 'কাঁটা' নিম্নচাপ, নভেম্বরে আর লেপ-কম্বলের প্রয়োজন নেই ইঙ্গিত হাওয়া অফিসের
নভেম্বরও শেষ হতে চলল। এখনও তেমনভাবে শীত পড়নি। মাঝে মাঝেই ফ্যান আর এসি চালাতে হচ্ছে। সকালে প্রবল অস্বস্তি। রাতের দিকে কিছুটা শীত শীত ভাব রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপের জন্যই শীত থমকে রয়েছে।

শীতের কাঁটা নিম্নচাপ
নভেম্বরও শেষ হতে চলল। এখনও তেমনভাবে শীত পড়নি। মাঝে মাঝেই ফ্যান আর এসি চালাতে হচ্ছে। সকালে প্রবল অস্বস্তি। রাতের দিকে কিছুটা শীত শীত ভাব রয়েছে। কিন্তু তেমনভাবে লেপ-কম্বলের প্রয়োজন হচ্ছে না। তাই প্রশ্ন হচ্ছে কবে থেকে শীত পড়বে?
শীতের পথে কাঁটা?
হাওয়া অফিসের পূর্বাভাস হল শীতের পথে এখনও কাঁটা রয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। আর সেই কারণেই বাধা পাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। যার করাণে অস্বস্তি বাড়ছে।
নিম্নচাপ তৈরি
হাওয়া অফিসের পূর্বাভাস ২২ নভেম্বর এই নিম্নচাপ তৈরি হবে। তারপর তা গভীর নিম্নচাপের আকার নিতে পারে। তেমনই জানিয়েছে হাওয়া অফিস। শীত দূরে থাক। আপাতত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
নিম্নচাপের গতিবিধি
হাওয়া অফিস জানিয়েছে, এখনও স্পষ্ট নয় নিম্নচাপের গতিপথ। তবে সম্ভাব্য় গতিপথ হবে পূর্ব উপকূল থেকে তামিলনাড়়ু - অন্ধ্র উপকূল। ঘূর্ণিঝড়ের আকার নেবে না বলে এখনই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
নিম্নচাপের প্রভাব
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর দিয়ে আগামী দিনগুলিতে আরও জলীয় বাষ্প ঢুকবে। আর জলীয় বাষ্প ঢোকা মানেই তাপমাত্রা বৃদ্ধি। দিনের বেলার তাপমাত্রা বাড়বে। অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। রাতের দিকে কিছুটা হলেও ঠান্ডা থাকবে। শীত আসতে সেই ডিসেম্বর।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। আপাতত বৃষ্টির কোনও সতর্কতা নেই। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উপকৃলবর্তী জেলাগুলিতে শনিবার বৃষ্টি হতে পারে।

