- Home
- West Bengal
- West Bengal News
- ২৫ ডিসেম্বরের আগেই আরও পারদ পতন কলকাতায়! রইল চলতি সপ্তাহে আবহাওয়ার বড় আপডেট
২৫ ডিসেম্বরের আগেই আরও পারদ পতন কলকাতায়! রইল চলতি সপ্তাহে আবহাওয়ার বড় আপডেট
কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আগামী দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। চলতি সপ্তাহে আরও কমবে তাপমাত্রার পারদ। শীত পড়বে পাহাড়েও।

রাজ্যে শীতের দাপট
রাজ্যে এবার শীতের দাপট ভালই। মাঝে মাঝে তাপমাত্রার পারদ চড়লেও কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আগামী দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
পারদ পতন
বর্তমানে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আজ কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী ২১ তারিখ পর্যন্ত তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না, বলে ওয়েবসাইটে জানিয়েছে হাওয়া অফিস। তবে আকাশ পরিষ্কার থাকবে। তাই তাপমাত্রা আরও কিছুটা নামবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কুয়াশার দাপট
বৃষ্টি নেই, তবে কলকাতা-সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতেই সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে। প্রচুর পরিমাণে শিশির পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও কুয়াশার দাপট থাকবে। কোথায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের সব জেলার পারদই চলতি সপ্তাহে অনেকটা নিচের দিকে নামবে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

