- Home
- West Bengal
- West Bengal News
- Weather update: রেহাই নেই দুর্যোগ থেকে, আজও শহরজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কদিন চলবে বৃষ্টি?
Weather update: রেহাই নেই দুর্যোগ থেকে, আজও শহরজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কদিন চলবে বৃষ্টি?
দক্ষিণবঙ্গে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ও নতুন ঘূর্ণাবর্তের জেরে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

জুলাই মাস জুড়ে হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। তারপর অগাস্টের প্রথম দিনটা খানিক স্বস্তি পেলেও ফেল একই অবস্থা আবহাওয়ার। মাসের শেষে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে চলছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে চলছে বৃষ্টি।
এর জেরে আগামী সোমবার পর্যন্ত হবে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলাতে। সঙ্গে বইবে দমকা হাওয়া। এই সময় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।
সূত্রের খবর, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায়। এদিকে মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয় ভাবে। যে কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এর জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে।
আজ শুক্রবার ও শনিবারে বাড়বে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বাইবে। আজ বৃষ্টি হবে কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। আজ আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। এই সোমাবার পর্যন্ত চলবে বৃষ্টি। এদিকে সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার যে কোনও জায়গায় ঘন্টায় ২-৩ সেন্টিমিটার পর্যন্ত হবে বৃষ্টি। বিশেষজ্ঞের মতে আজ ভাসবে কলকাতা।

