সংক্ষিপ্ত

সোমবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

ফেব্রুয়ারির শেষ সপ্তাহের শুরু হল ঊর্ধ্বমুখী পারদের গতি নিয়েই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই মাত্রা অবশ্য স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সোমবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশির দিকেই থাকবে। বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রার পারদ একেবারে ৩২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে শিলিগুড়ি এবং বাঁকুড়ায়। তবে, সোমবার যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, তা হল, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের আধিক্য। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে প্রায় ৯৪ শতাংশ। ফলত, প্রায় সারা দিন জুড়েই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে যে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্জা রয়েছে। যা পশ্চিম হিমালয়ের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলবে। এরই প্রভাবে বঙ্গের আবহাওয়ায় প্রভাব পড়ছে। ইতিমধ্যেই গত সপ্তাহের শেষের দিকে খুব সামান্য বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। সোমবার দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। পার্বত্য হিমালয় সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার দক্ষিণবঙ্গের আকাশ খুব বেশি পরিষ্কার না থাকলেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তর এবং দক্ষিণ, উভয় বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। আগামী ৪-৫ আবহাওয়া একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-
ইউক্রেন-আক্রমণের জন্য পুতিন সরকারকে আর্থিকভাবে সামলেছিলেন মারিনা ইয়ানকিনা, হঠাতই বহুতলের নীচে পাওয়া গেল তাঁর মৃতদেহ
বেসরকারি হাসপাতালে চিকিৎসা নয়, প্রশাসনিক প্রধান হয়ে সরকারি হাসপাতালেই চিকিৎসা করালেন বাংলার রাজ্যপাল আনন্দ বোস
এবার লাখ টাকার বান্ডিল চুরি হয়ে গেল রিজ়ার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিস থেকেই, কলকাতা থেকে টাকা পৌঁছে গেল হুগলিতে