- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: নভেম্বরের মাঝামাঝিতেই বঙ্গে উত্তুরে হাওয়া, আবহাওয়ায় হিমেল আমেজের পূর্বাভাস
Weather News: নভেম্বরের মাঝামাঝিতেই বঙ্গে উত্তুরে হাওয়া, আবহাওয়ায় হিমেল আমেজের পূর্বাভাস
সোমবার আকাশ অংশত মেঘলা দেখা গেলেও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
| Published : Nov 06 2023, 07:01 AM IST
- FB
- TW
- Linkdin
বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে গোটা বাংলা জুড়ে ঝিরঝিরি বৃষ্টির পর এবার শীতের আমেজ আসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
সোমবার আকাশ অংশত মেঘলা দেখা গেলেও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তার বদলে দক্ষিণে আসতে চলেছে ঠাণ্ডার আমেজ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, খুব শীঘ্রই ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে রাতের তাপমাত্রা। তবে, এখনই শীতের আগমন নয়।
এই মুহূর্তে দেশের দক্ষিণের অধিকাংশ জেলা এবং ওড়িশায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেই বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা রয়েছে।
তার জেরেই বাংলায় রাতের তাপমাত্রায় হেরফের হতে পারে। সোমবার থেকে বেশ কিছুটা নেমে যাবে তাপমাত্রার পারদ।
রাতের তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি কম থাকতে পারে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। এর জেরে কিছুটা হলেও শীত শীত অনুভূত হবে।
উত্তরবঙ্গেও গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টিপাত হয়েছে, তার ফলে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটা বেড়েছে।
দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরের অন্যান্য জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরেও শীতের আমেজ ক্রমশ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।