- Home
- West Bengal
- West Bengal News
- Weather: ডিসেম্বরেও অধরা শীত, রাজ্যের ২জেলায় তুষারপাত আর ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস
Weather: ডিসেম্বরেও অধরা শীত, রাজ্যের ২জেলায় তুষারপাত আর ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস
ডিসেম্বর মাসেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের। চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জন্য রইল তুষারপাতের পূর্বাভাস।

ডিসেম্বরেও শীত অধরা
চলতি বছর ডিসেম্বর মাস শেষ হতে চলল। কিন্তু এখনও অধরা শীত। জাঁকিয়ে শীত কবে? এখনও তার উত্তর নেই আলিপুর হাওয়া অফিসের কাছে।
আকাশের মুখভার
ডিসেম্বর মাসেও আকাশের মুখভার। আকাশের মেঘ রয়েছে। বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।
বৃষ্টির পূর্বাভাস
এরই মধ্যে চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের আট থেকে ১০টি জেলায় হতে পারে বৃষ্টি।
উত্তরে তুষারপাত
আলিপুর হাওয়া আফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দুই জেলায় তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে।
পশ্চিমী ঝঞ্ঝা
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
প্রভাব বাংলায়
এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। যার কারণে শীত থমকে গেছে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই আকাশ থাকবে মেঘলা। হতে পারে বৃষ্টিও।
বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম- এই আট জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
তুষারপাত
দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে তুষারপাত। সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
কুশায়ার সতর্কতা
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুশায়ার সম্ভাবনা রয়েছে।