- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বৃষ্টি থামতেই নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গে আবার আবহাওয়া বদলানোর সম্ভাবনা?
Weather News: বৃষ্টি থামতেই নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গে আবার আবহাওয়া বদলানোর সম্ভাবনা?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে, বাংলায় আবার আবহাওয়া বদলানোর সম্ভাবনা। জেলায় জেলায় শীতের পারফর্ম্যান্স থাকবে তুঙ্গে।
| Published : Jan 26 2024, 06:50 AM IST
- FB
- TW
- Linkdin
দু'দিন ধরে দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, তারপর আকাশ পরিষ্কার হতেই আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে, বাংলায় আবার আবহাওয়া বদলানোর সম্ভাবনা। জেলায় জেলায় শীতের পারফর্ম্যান্স থাকবে তুঙ্গে।
বৃহস্পতিবার প্রায় সারাদিন জুড়ে দক্ষিণের বিভিন্ন জেলায় দেখা গেছে মেঘলা আকাশ। ফলে, দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
হাওয়া অফিস জানিয়েছে যে, আপাতত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে গাঢ় কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের পরিস্থিতি একই থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পঙের পার্বত্য অঞ্চলগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে, তার সঙ্গে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই আপাতত আগামি কয়েকদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।