Nipah virus: নতুন ইংরাজি বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ চিকিৎসকদের। ফলে শীতকালে রাজ্যের মানুষের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
নিপা ভাইরাস
নতুন ইংরাজি বছরের শুরুতেই রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

Nipah Virus Symptoms: দেহে নিপা ভাইরাসের লক্ষণ নিয়ে উত্তর ২৪ পরগনার বারাসাতের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন দুই নার্স। তাঁরা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করছেন চিকিৎসকরা। কল্যাণী এইমস-এ তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই নমুনা রিপোর্ট পাওয়া গিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে, এই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকরা এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছেন। সন্দেহভাজন নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের একজন পুরুষ এবং অপরজন মহিলা। একজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়াতে এবং অপরজন নদিয়ার বাসিন্দা। তাঁরা বারাসাতের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, সেখানেই চাকরি করেন। হাসপাতালে তাঁদের উপর সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা। নানা পরীক্ষা চালানো হচ্ছে।

ভেন্টিলেশনে 'নিপা ভাইরাসে আক্রান্তরা'

যে দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার বাসিন্দা নার্স কয়েকদিন আগে বাড়িতে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দু'দিন আইসিইউ-তে ছিলেন। তারপর অবস্থার অবনতি হওয়ায় যে হাসপাতালে তিনি কর্মরত সেখানেই বর্ধমান থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়। এরপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। অপর নার্সও একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে।

কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাজ্যের

নিপা ভাইরাস অত্যন্ত জটিল রোগ। এই রোগ ছড়িয়ে পড়লে বহু মানুষের জীবন সংশয় হতে পারে। এই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে এই দুই নার্সের বিষয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার রিপোর্ট খতিয়ে দেখবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।