সংক্ষিপ্ত

পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ফলে এই পরীক্ষা নিয়ে কম-বেশি প্রত্যেকেই মানসিক চাপে থাকে। ফর্ম ফিল-আপ, অ্যাডমিট কার্ড হাতে পাওয়া নিয়েও চিন্তা থাকে।

আগামী মাসে মাধ্যমিক পরীক্ষা। আগেই ফর্ম ফিল-আপ হয়ে গিয়েছে। এবার শুধু অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার অপেক্ষা। তাহলেই পরীক্ষায় বসতে পারবেন সংশ্লিষ্ট পড়ুয়ারা। হাতে খুব বেশি সময় নেই। কবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলির প্রতিনিধির হতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে। ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা হবে। এই সময়ের মধ্যে স্কুলগুলির প্রতিনিধিদের মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ভুল থাকলে তা সংশোধনের জন্য ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক দফতরে যোগাযোগ করতে হবে।

মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখে নিন

১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। এরপর ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি তৃতীয় দিন অঙ্ক পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা। ১৮ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা। ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান পরীক্ষা। ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী হলে তিনি ছুটি পাবেন। চাইল্ড কেয়ার লিভের আওতায় এই ছুটি দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ছুটি প্রয়োজন হলে উপযুক্ত নথি-সহ আবেদন করতে হবে। তবে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩ সপ্তাহ আগে এই ছুটির আবেদন করতে হবে, যাতে পরীক্ষা চলাকালীন শিক্ষাকর্মীর ঘাটতি পূরণের জন্য যথাযথ ব্যবস্থা করা যায়। এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি মঞ্জুর করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন দরকার নেই। স্কুলের ম্যানেজিং কমিটিই সিদ্ধান্ত নিতে পারবে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও স্কুলে অতিরিক্ত শিক্ষক বা শিক্ষাকর্মীর প্রয়োজন হলে অন্য স্কুল থেকে নিয়ে আসা যেতে পারে। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী হলে সংশ্লিষ্ট ব্যক্তি স্ট্রং রুমে প্রবেশ করতে পারবেন না, প্রশ্নপত্র খুলতে পারবেন না এবং পরীক্ষা পরিচালনা করতে পারবেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আর কোনও ছুটি নয়, মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি হল নয়া নিয়ম

মাধ্যমিক পরীক্ষার আগেই গৃহহীন পড়ুয়া, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিয়ে উঠে পড়াশুনা

বাড়ল মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের