- Home
- West Bengal
- West Bengal News
- 'বাংলার বাড়ি' প্রকল্পের টাকা দিচ্ছে সরকার, যোগ্যতা কী? কারা আবেদন করতে পারবেন?
'বাংলার বাড়ি' প্রকল্পের টাকা দিচ্ছে সরকার, যোগ্যতা কী? কারা আবেদন করতে পারবেন?
- FB
- TW
- Linkdin
‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার, কিস্তিতে টাকা দেওয়া হয়েছে
পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ‘বাংলার বাড়ি’-তে লক্ষাধিক মানুষকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। আরও দুই কিস্তির টাকা দেওয়া হবে।
বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই টাকা দেওয়া বন্ধ কেন্দ্রের
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেই রাজ্য সরকার আবাস প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে।
পশ্চিমবঙ্গে আবাস প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে
পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলির অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। কাটমানির অভিযোগও উঠেছে। এরই মধ্যে আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ রাজ্য সরকারের
পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ রয়েছে বলে রাজ্য সরকারই বাংলার মানুষের জন্য 'বাংলার বাড়ি' প্রকল্পে টাকা দেওয়া চালু করেছে।
'বাংলার বাড়ি' প্রকল্পে অবশ্য সবার টাকা পাওয়ার কথা নয়, যোগ্য পরিবারগুলিই এই প্রকল্পের সুবিধা পেতে পারে
পশ্চিমবঙ্গের গরিব ও নিম্ন-মধ্যবিত্ত ব্যক্তিদের জন্যই 'বাংলার বাড়ি' প্রকল্প চালু করা হয়েছে। সবাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়।
কারা 'বাংলার বাড়ি' প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করার যোগ্য জেনে নিন
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী, 'বাংলার বাড়ি' প্রকল্পের সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারকে ভারতের নাগরিক হতে হবে। পরিবারের কেউ যেন সরকারি চাকরি না করেন। বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। বিপিএল কার্ড থাকতে হবে। নিজের বা পরিবারের কারও নিজস্ব বাড়ি থাকা চলবে না।
'বাংলার বাড়ি' প্রকল্পের জন্য কীভাবে আবেদন করতে হবে জেনে নিন বিস্তারিত
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে আবেদন করা যাচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় বিডিও-র কাছ থেকে আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র পূরণ করে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাশবই, ছবি দিয়ে আবেদন করতে হবে।