সংক্ষিপ্ত
ইতিমধ্যেই বাংলার পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প এনেছেন। যা পেয়ে বাংলার পড়ুয়ারা ভীষণ খুশি। এবার আরও একধাপ এগিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। এখন থেকে ছাত্রছাত্রীদের জন্য কম খরচে খাতা বিক্রি করবে রাজ্য সরকার।
তার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর। তিন রকমের খাতা আপাতত নিয়ে আসা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শিক্ষাসাথী’। খাতাগুলিতে রাজ্য সরকারের আনা পড়ুয়াদের জন্য সামাজিক প্রকল্পগুলি লেখা থাকবে।
এইসব খাতাগুলি ছাপা হবে ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’প্রকাশনা সংস্থায়। এই সংস্থা পুরোটাই রাজ্য সরকারের অধীনস্থ। আগে এখানে নানা বিষয় ছাপানো হতো। পরে অবশ্য সরস্বতী প্রেস চালু হওয়ার ফলে, বরাত অনেকটাই কমে যায়। তবে এবার ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’সংস্থাটির বেশ আধুনিকীকরণ করা হয়েছে।
আর তারপরই ঠিক করা হয়েছে যে, এখানে খাতা ছাপা হবে পড়ুয়াদের জন্য। যা অনেকটাই সস্তায় পাওয়া যাবে। এখন আধুনিকতার ছোঁয়ায় ঘুরে দাঁড়িয়েছে শিল্পবার্তা। তাছাড়া এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির লাভের অঙ্ক আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। খাতা ছাপানো এবং বিক্রি দুটোই করা হবে। যাতে পড়ুয়াদের বেশি দাম দিয়ে বাজার থেকে খাতা কিনতে না হয়।, তাই জন্যই বিকল্প পথ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন উদ্যোগ নিয়েছেন। ‘শিক্ষাসাথী’প্রকল্পে আপাতত তিন ধরনের খাতা পাওয়া যাবে।
তার মধ্যে দুটি খাতা ১৬০ পাতার। যেগুলির দাম ৭০ টাকা করে। আর ১০০ পাতার একটি খাতার দাম ৩৭ টাকা। তবে বাজারে এই খাতার দাম আরও অনেকতাই বেশি। নবান্ন সূত্রে জানা গেছে, বাজারে যে প্রিমিয়াম গুণমানের খাতা মেলে, এগুলি সেই ধাঁচেই তৈরি করা হচ্ছে। তবে দাম তুলনায় অনেকটাই কম। মঞ্জুষার স্টলগুলিতে এবং কনজিউমার কো–অপারেটিভ শোরুমে পাওয়া যাবে এই খাতা।
আগামী দিনে রেশন দোকান থেকেও এই খাতা মিলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।