সংক্ষিপ্ত
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ইডির করা মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে বিচারভবনে। আদালতে বর্তমানে শীতের ছুটি রয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় বছর শেষে তৎপর দুই কেন্দ্রীয় সংস্থা। একদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। শুক্রবারই পার্থ ও অন্য অভিযুক্ত অয়ন শীলের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ইডির করা মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে বিচারভবনে। আদালতে বর্তমানে শীতের ছুটি রয়েছে। কিন্তু তারই মধ্যেই বিশেষ আদালত বসেছে বিচার ভবনে।
যদিও নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিন অধরাই থেকে গেছে। এই অবস্থায় বৃহস্পতিবার চার্জ গঠনেরপর শুনানিতে আদালতে ইডি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সঙ্গে পার্থ, মানিক , শান্তনু ও কুন্তল ঘোষের যোগাযোগ রয়েছে বলে তথ্য প্রমাণ পেশ করেছে। যদিও ইডির মামলায় পার্থকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল সিবিআই। চার্জগঠনের পরই ১ ফেব্রুয়ারি তাঁকে জামিন দেওয়া হবে বলেও জানিয়েছিল। তবে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়।
অন্যদিকে ইডি চার্জশিটে স্পষ্ট করে দিয়েছে কী করে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি থেকে পাওয়া কালো টাকা সাদা করছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা দাবি করেছে পার্থ ও তাঁর ঘনিষ্ট অর্পিতা ১০০ কোটি টাকা তছরুপ করেছে। প্রায় ১০০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন পার্থ একাই। তবে সব মিলিয়েই নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় চোরাবালিতে তলিয়ে যেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।