'বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, কিন্তু পিসিমার চকলেট বোমে ভরে গেছে পশ্চিমবঙ্গ' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

'সারা বছর বোমা মজুত করে রাখা হয় পশ্চিমবঙ্গে। এলাকা নিয়ন্ত্রনের জন্যই শাসকদল বোমা মজুত করে রাখে। বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, কিন্তু পিসিমার চকলেট বোমে ভরে গেছে পশ্চিমবঙ্গ'

Share this Video

নন্দীগ্রামে 'মন কি বাত' অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। সভার আগে শুনলেন প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। নন্দীগ্রামের সভা থেকেই তৃনমূলকে আক্রমণ শুভেন্দুর। শুভেন্দু বলেন, 'সারা বছর বোমা মজুত করে রাখা হয় পশ্চিমবঙ্গে। এলাকা নিয়ন্ত্রনের জন্যই শাসকদল বোমা মজুত করে রাখে। বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, কিন্তু পিসিমার চকলেট বোমে ভরে গেছে পশ্চিমবঙ্গ'। 

Related Video