'যাদবপুরের টুকরে টুকরে গ্যাঙয়ের উপর এমন স্ট্রাইক দরকার', বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে ভারতের 'অপারেশন সিঁদুর'। এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান 'হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল, তাঁদের সাফ করে দিল ভারতীয় জওয়ানরা'।

Share this Video

মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে ভারতের 'অপারেশন সিঁদুর'। এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান 'হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল, তাঁদের সাফ করে দিল ভারতীয় জওয়ানরা'। পাশাপাশি কটাক্ষ করে বললেন কোথায় গেল তৃণমূল আর সিপিআইএম। এছাড়াও শুভেন্দু জানায় 'যাদবপুরের টুকরে টুকরে গ্যাঙয়ের উপর এমন স্ট্রাইক দরকার'। 

Related Video